সোমবার, ২৫ নভেম্বর, ২০১৩

রক্তমশাল


রক্তমশাল যখন উড়ে যায় তোমার পাশ দিয়ে,
তুমি চিনতে পারলে না , তুমি বলতেও পারলেনা  ,
সেটা কি ছিল , সেটা কেমন ছিল . .
কিংবা তার ছায়া ।

যখন মনে আসে  যেই কথা ,
যেটা ভোলা যায় না ,
চোখে ভেসে ওঠে সেই
ছোটবেলার পুরোনো দিনের কথা ।
 ভুলিও , ভুলে যেও না , আমি জানি তুমি ভুলবে না ,
কি ছিল সেই শেষ কথা ।


কিছু ব্যাথা ভোলা যায় না ,
ভোলা যায় না পুরোনো  স্মৃতি
তখনই তোমার পাশ দিয়ে যায়
সেই রক্ত মশাল
তুমি চিনতে পার না ....

আজ এই দিন আছে
 আর কাল সেইদিন ছিল
এটাই পার্থ্ক্য এটাই বেদনা ।
যখন তোমার পায়ের নিচে আসে সেই মাটি আর সেই কথা
যেই মাটিতে খেলেছিলে একদিন , কতইনা সুখ দু:খের খেলঅ ।
আজও কানে বাজে সেই  শঙ্খের ডাক সেই গান আর সেই .. কথা  

Write at : Wednesday, March 13, 2013, 9:37:46 PM

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন